রেকর্ড ভাঙছে সূচক

০৯ সেপ্টেম্বর ২০২১

দিনকে দিন চাঙা হয়ে ওঠছে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।প্রায় ধারাবাহিকভাবেই বড় ধরনের উত্থান ঘটছে সবগুলো সূচকের, সৃষ্টি হচ্ছে রেকর্ডও। পাল্লা দিয়েছে বাড়ছে বাজার মূলধন। একবারে থেমে নেই লেনদেনও, মাঝে-মধ্যে ছন্দপতন ঘটলেও ঠিকই বাড়ছে এর পরিমাণ। আর এসব কারণে শেয়ারবাজারের প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

বুধবারও উত্থানে আগের ৩ দিনের ধারাবাহিকতা বজায় রেখেছে তিন সূচকের সবগুলোই, রেকর্ড পরিমাণ পয়েন্ট অর্জিত হয়েছে।ডিএসইএক্স সূচক ৫৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে সাত হাজার ১৯৬ দশমিক ৩২ পয়েন্টে, ডিএসইএস সূচক ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭১ দশমিক ৯১ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬১৩ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। একই সঙ্গে বাজার মূলধনেরও সৃষ্টি হয়েছে রেকর্ড, বেড়েছে দুই হাজার ৪২৮ কোটি টাকা।দাঁড়ায় পাঁচ লাখ ৮২ হাজার কোটি টাকায়।

এতো রেকর্ডের মধ্যে হতাশার খবর দিয়েছে লেনদেন, আগের দিনের তুলনায় বাড়ার পরিবর্তে কমেছে ৩১০ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসেও কিন্তু বাড়েনি বরং  কমেছিল সামান্য।  লেনদেন হয় দুই হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত ছিল বাকি ৩৬টির। তিন লাখ ৫৬ হাজার ৬১০ বার হাতবদল হয় ৬১ কোটি ৫৪ লাখ পাঁচ হাজার ৭০৪টি শেয়ার।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও দর বৃদ্ধিতে এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেড শীর্ষে উঠে আসে। স্কয়ারের কোম্পানিটির ৯৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৯ দশমিক ৯৪ শতাংশ দর বৃদ্ধি পায় এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর