সড়কে ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কৃষকের

০৯ সেপ্টেম্বর ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার লাভা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সেকান্দর আলী সেগাম (৬৫) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-শেরপুর মহাসড়কের ঘটনাস্থলে ধান শুকাতে গিয়েছিলেন তিনি।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা বাসটির দেয়া চাপায় মাথায় আঘাত পান সেগাম। এরপর নকলা উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, বাসটিকে ফুলপুর থানায় আটক করা হয়েছে।এ ঘটনায় নকলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর