ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার উত্তরফুল বাগিচা গ্রামের একটি ডোবার পানিতে ভাসমান দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উদ্ধারের পর তাদের লালমোহন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। শিশু দুটির পরিবারসহ স্থানীয়দের ধারণা- খেলতে গিয়ে পানিতে ডুবে যায় তারা।
মারা যাওয়া দুই শিশু হলো- উত্তরফুল বাগিচা গ্রামে মো. জাকির হোসেনের মেয়ে মিম আক্তার (৪) ও তাদের প্রতিবেশি মো. শাহীনের ছেলে আবু সাইদ(৫)।
স্থানীয়রা জানায়, সকালের দিকে বাড়ির উঠানে খেলছিল মিম আক্তার ও সাঈদ। পরে দীর্ঘ সময় তাদের বাড়িতে না দেখে খোঁজখুঁজি শুরু করে পরিবারের লোকজন। দুপুরের দিকে তাদের বাড়ির পাশের ডোবাটিতে ভাসতে দেখা যায় এ দুজনকে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কামরুজ্জামান শাহীন/এমকে