ইসির ওপর প্রভাব বিস্তার করা হয়নি, হবেও না: ওবায়দুল কাদের

১৪ ফেব্রুয়ারী ২০২২

নির্বাচন পরিচালনার কাজে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কখনোই নির্বাচন কমিশনের (ইসি) ওপরে প্রভাব বিস্তার করা হয়নি, হবেও না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন,  ইসির দায়িত্ব পালনে সর্বদাই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানান।

ওবায়দুল কাদের জানান, জনমনে ধোঁয়াশা সৃষ্টির লক্ষ্যেই ইসি ও সার্চ কমিটি নিয়ে প্রতিনিয়ত নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য করছে বিএনপি মহাসচিব। তিনি জানান, ইসি দেশের সংবিধান ও প্রচলিত আইনের মধ্য থেকেই নির্বাচন পরিচালনা করে। নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইসির অধীনে থাকে। কোনও দল বা সরকার নির্বাচন পরিচালনা করে না তারা। নির্বাচনকালীন সরকার শুধু ইসির রুটিন ওয়ার্ক করে থাকে। আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর