সংসদ নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা

০৯ সেপ্টেম্বর ২০২১

সামনে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তাঁর দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার দিকনির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা দিয়েছেন সাংগঠনিক বিষয়েও।দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ নির্দেশনা দেয়া হয়।বৃহস্পতিবার গণভবনের সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের নির্দেশনা দেয়ার বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রস্তুতির অংশ হিসেবে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনের ইশতেহারে বিষয় নিয়ে কাজ করতে দলের বিভিন্ন উপ-কমিটিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, সভায় ৮ বিভাগের ৮ সাংগঠনিক সম্পাদকের বক্তব্য শুনেছেন শেখ হাসিনা। দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের এলাকার ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত রাজনৈতিক চিত্র তুলে ধরেছেন।

ওবাদুল কাদের জানান, বিভিন্ন জায়গায় বিদ্যমান সাংগঠনিক সমস্যা সমাধান করার ব্যাপারে ও ছোটখাটো কলহ-বিবাদও মীমাংসা করার নির্দেশনা দেয়া হয়েছে।বিভিন্ন জায়গায় যারা দলের ডিসিপ্লিনের বাইরে কাজ করেছেন, তাদেরকে ছাড় না দিয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শেখ হাসিনা- যোগ করেন ওবায়দুল কাদের।

সভায় সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। চক্রান্তমূলক তৎপরতার বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে- বলেন ওবায়দুল কাদের।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর