বর্তমান সরকারের বিরুদ্ধে শুধু দেশেই অপপ্রচার চালানো হচ্ছে না, দেশের বাইরেও রটানো হচ্ছে কুৎসা। বিদেশে অপ্রচার চালাতে কোটি কোটি টাকা খরচে নিয়োগ করা হয়েছে লবিষ্ট।বিএনপি-জামায়তের নেতা ব্যারিস্টার আ. রাজ্জাকের সঙ্গে যুদ্ধাপরাধে দণ্ডিতদের সন্তানরা মিলে করছে কাজটি। এ কুৎসা রটানো ও অপপ্রচারে টাকার বিনিময়ে আন্তর্জাতিক গণমাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে, সঙ্গে রাখা হয়েছে কিছু মানবাধিকার সংস্থাকে। বিদেশ অপপ্রচার চালানো ও লবিষ্ট নিয়োগের কথা জানিয়েছেন খোদ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।
প্রধানমন্ত্রী জানান, গত বছর করোনার কারণে না গেলেও এবার এ অপপ্রচারের জবাব দিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি। কারণ সেখানে একসঙ্গে অনেক দেশের সরকারপ্রধান থাকবেন। আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে ডয়চে ভেলে ও আল জাজিরার কথা স্পষ্ট করেই বলেছেন তিনি। সভায় দলের সাংগঠনিক নানা বিষয়ে দিকনির্দেশনা দেন শেখ হাসিনা। সেই সঙ্গে সামনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন, ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের কথা শুনেন শেখ হাসিনা।
১২ বছর ক্ষমতায় থাকলে অনেক দল হারিয়ে যায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার দল আদর্শ নিয়ে কাজ করে বলেই এখনো টিকে আছে। দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হয় না। তাই দলের কেউ শৃঙ্খলা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ঐক্যের বিকল্প না থাকায় সবাইকে নিয়ে তিনি দল করতে চান বলেও উল্লেখ করেন আওয়ামী লীগপ্রধান।
এমকে