খুচরায় চিনির কেজি ৭৪-৭৫ টাকা

১০ সেপ্টেম্বর ২০২১

দেশের বাজারে শুক্রবার থেকে খুচরা দরে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকায় বিক্রি হবে। খুচরা দরের ভিত্তিতে মিলগেটের ও পাইকারি দর আনুপাতিক হারে ঠিক করবেন আমদানিকারকরা। এখন থেকে প্রতি মাসেই চিনির দাম নির্ধারণ করে দেয়া হবে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান।তার আগে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দর নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান আরো বলেন, খুচরা দর কার্যকরের বিষয়টি তদারকি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ।  আগস্টের এলসির মূল্য(প্রতি টন ৪১৯ ডলার) বিবেচনায় নতুন দর  নির্ধারণ করা হয়েছে। নতুন করে বাজারে যে চিনি আসবে, সেগুলো নতুন দরে বিক্রি করতে হবে। বৈঠকে চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর