সূচক ও লেনদেনের উত্থান

১০ সেপ্টেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার তিন সূচকের সবগুলোতে এবং লেনদেনের উত্থান ঘটেছে। তিন হাজার ৮৮৫ কোটি টাকা বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। শেয়ার দরের উত্থান-পতন সমান্তরালেই ছিল। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭৭ টির আর অপরিবর্তিত ছিল বাকি ২২টির।  

তথ্যানুযায়ী ডিএসইএক্স সূচক ৬২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে সাত হাজার ২৫৮ দশমিক ৪২ পয়েন্টে, ডিএসইএস সূচক ২০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯২ দশমিক ৩১ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৪৭ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৮৬ হাজার কোটি টাকায়। আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পায় ১৪১ কোটি ৫ লাখ টাকা, লেনদেন হয় দুই হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট; আগের কার্যদিবসে হয়েছিল দুই হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র ছিল লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও দর বৃদ্ধিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষে ওঠে।  স্কয়ারের কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৮১ কোটি ২০ লাখ টাকার। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর