মন্তব্য
সময়ের জনপ্রিয় ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আকাশী-সাদার দল। মেসি একাই করেছেন ৩ গোল। আর এর মাধ্যমে কিংবদন্তী ফুটবলার পেলেকে। জাতীয় দলের হয়ে পেলে করেছে ৭৭ গোল। আর মেসি আরো দুই গোল বেশি করেছেন। এসময় আবেগে কেঁদে ফেলেন তিনি।
ফুটবলার হওয়ার পিছনে ভাই ও মায়ের অবদান উল্লেখ করে মেসি বলেন, ‘আমার মা ও ভাই স্ট্যাডে আছে, তারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তারা আজ আমার জন্য উদযাপন করছেন। আমি দারুণ খুশি। আমি এই রেকর্ড নিজের করে নিতে চেয়েছি। অনেক অপেক্ষার পর অবশেষে রেকর্ডটা আমার হয়েছে। অসাধারণ একটি মুহূর্ত এটি আমার জন্য।'
গোল তিনটি যথাক্রমে ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮ মিনিটে করেন তিনি। এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ গোল করেছেন মেসি।
আরআই