সাম্প্রদায়িক উগ্রবাদ ও স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে গিয়ে বিএনপি এখন তাদের চরিত্র হারিয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এখন তারা জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে। সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে তাদেরই আঘাত করছে। শুক্রবার রাজধানী ঢাকায় নিজের বাসভবনে প্রেস ব্রিফিংকালে এমন মন্তব্য করেন।
রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, তাদের বক্তব্য শুনে মনে হয় নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে তারা এখন আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। আত্মতুষ্টির জন্য এসব আষাঢ়ে গল্প বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে এ ধরনের কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা পুরোনো অভ্যাস তাদের। অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রাখায় ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে তারা। এ সময় রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান ও তার রাজনীতির ধরণ তুলে ধরেন ওবায়দুল কাদের।
এমকে