যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ পদে নিয়োগ

১০ সেপ্টেম্বর ২০২১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থায়ী ও অস্থায়ীভাবে ১৮টি পদে মোট ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন না করে বরং ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর।

 

৪২টি পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে যে প্রার্থীর বয়স ৩০ বছর হয়েছে, তারাই আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

 

আবেদনকারীদেরকে এই (www.just.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্য জমা দিতে পারবেন আগ্রহীরা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর