নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে আসবে ৫০ লাখ টিকা

১০ সেপ্টেম্বর ২০২১

করোনা টিকা পাওয়ার সিডিউল পাওয়া গেছে। আগামী নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহেই চীন থেকে ৫০ লাখ টিকা আসবে দেশে। এর সঙ্গে যোগ হবে কোভ্যাক্স সুবিধার আওতায় আসা টিকাও।আর শিডিউল অনুযায়ী টিকা এলে গণটিকা কার্যক্রম চলমান থাকবে। শুক্রবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানী ঢাকার মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, চলতি মাসের চার সপ্তাহে চারটা শিডিউল আছে চীনের টিকা আসার, আজকে (১০ সেপ্টেম্বর) একটি শিডিউল আছে। কোভ্যাক্সে সাড়ে ১০ কোটি টিকার অর্ডার দেয়া হয়েছে, অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত তারা শিডিউল দিয়েছে।শিডিউল  অনুযায়ী টিকা এলে টিকা দেয়ার হারও বাড়বে। চলতিবছরসহ আগামী বছরের কয়েক মাস চলমান থাকবে টিকা কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে চলায় ও লকডাউন এবং টিকা ভূমিকা রাখায় দেশে করোনা সংক্রমণের হার কমে এসেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর