এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সাংবিধানিক পথ নেই। শনিবার বিকালে রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ পরামর্শ দেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।আর জনরায় মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। তিনি জানান অগণতান্ত্রিক পথে ক্ষমতা ফিরে পেতে ব্যাকুল হয়ে এখন দিগ্বিদিক ছুটছে বিএনপি।
সরকার হঠানোর আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, আন্দোলনের জন্য জনঘনিষ্ঠ ইস্যু ও যুতসই সময় প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও গণমুখী রাজনীতির কারণে আন্দোলন ইস্যু খরায় ভুগছে দেশের বিরোধী দলগুলো । সরকার পতনে গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে বলেন, আন্দোলনের ডাক দিলেই হুড়মুড় করে বেড়িয়ে আসবে মানুষ- এটা প্রকৃতপক্ষে বিএনপির আকাশকুসুম ভাবনা। কারণ প্রয়োজনে জনমানুষের পাশে না দাঁড়ালে কখনো কোনো রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় না জনগণ। তিনি আরো জানান, আন্দোলনের ডাক দিয়ে ঘরে অবস্থান নেয় তাদের নেতারা, জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে গতিবিধি লক্ষ্য করে পুলিশের। ফেসবুক ও মিডিয়ায় তারা যতটা গর্জে, রাজপথে ততটা বর্ষে না।
এমকে