মন্তব্য
গত ২৪ ঘণ্টায় ৩০১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি সেপ্টম্বর মাসে ভর্তি হয়েছেন তিন হাজার ২০০ জন। আর চলতি বছরের ক্ষেত্রে এ সংখ্যা ১৩ হাজার ৫৫৬ জন। সব মিলে এখন পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ঢাকায় ২৫৩ জন, বাকি ৪৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে রয়েছেন।বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ২৭১ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৮৩ জন ও বাকি ১৮৮জন ঢাকার বাইরে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৩১জন।
এমকে