মন্তব্য
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বেশ কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দেশের কোথাও কোথাও। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া হতে পারে। নদীবন্দরে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। শনিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের বেশ কিছু অঞ্চল হয়ে বাংলাদেশের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
এমকে