দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল এক সপ্তাহে মুলধন বেড়েছে ২২ কোটি ৬০৩ টাকা। আর ছয় সপ্তাহের হিসাব করলে এ পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার কোটির বেশি টাকা। তিন সূচকের সবগুলোরই বড় ধরণের উত্থান এর কারণ, অনেকটা ধারাবাহিকভাবেই প্রায় প্রতিদিনই এসব সূচকের রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়, মনোবল বৃদ্ধি পায়। সেই সঙ্গে আরো শক্তিশালী হয় বাজার। তবে অস্বাভাবিকভাবে দাম বাড়তে থাকা শেয়ারগুলোর বিষয় খতিয়ে দেখা দরকার বলেই মনে করছেন শেয়ারবাজার বিশ্লেষকরা।
তথ্য বলছে, গেল সপ্তাহে লেনদেন হয়েছে পাঁচ কার্যদিবস, বড় উত্থান হয়েছে প্রতিদিনই। এ পাঁচ দিনই কেবল নয়, উত্থান হয়েছে টানা আট কার্যদিবস। বাজারের এ উত্থানকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। গণমাধ্যমকে জানিয়েছেন, সার্বিকভাবে এখন পর্যন্ত খুব একটা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত সপ্তাহান্তে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি টাকায়। তার আগের পাঁচ সপ্তাহে বেড়েছিল ২৯ কোটি ৩১১ কোটি টাকা। এ হিসাবে ছয় সপ্তাহে মূলধন বেড়েছে ৫১ হাজার ৯১৪ কোটি টাকা। গেল সপ্তাহে শেয়ার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে বাকি ১৩টির। ২৭৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসই-৩০ সূচক ১৫০ দশমিক ৩০ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৮৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহের চেযে লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫১ কোটি ২৯ লাখ টাকা, লেনদেন হয়েছে ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা।
এমকে