বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আবাদি জমিতে  পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রেজাউল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধায় কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।  রেজাউল ইসলাম ওই এলাকার মোজ্জাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজের জমিতে ফাঁদটি পাতে একই এলাকার মোছাদ্দেক আলীর ছেলে সফিউল্লাহ।জমিটির আইল দিয়ে বাড়ি ফেরারে পথে অজ্ঞাতবশত ফাদেঁর পড়ে বিদ্যুতায়িত হন রেজাউল ইসলাম। এ সময় তাকে গড়াগড়ি করতে দেখে এগিয়ে আসেন এলাকাবাসী। এরপর ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সফিউল্লাহের জমিটির পাশেই নিজের আবাদি জমি রয়েছে রেজাউল ইসলামের। সেই জমিতে বিষ প্রয়োগ করতে গিয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ক্ষেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় ইঁদুর নিধনের জন্য গোপনে ফাঁদটি পাতেন সফিউল্লাহ। ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর