বেড়েছে মৃত্যু, সঙ্গে শনাক্ত

১২ সেপ্টেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১ জন,  শনাক্ত হয়েছে এক হাজার ৮৭১ জন ( শনাক্তের হার সাত দশমিক ৪৬)।  শনিবার মারা যায় এর চেয়ে ৩ জন কম- ৪৮ জন, শনাক্তের হার ছিল সাত দশমিক তিন।  স্বাস্থ্য অধিদফতরের রোববার ও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে পাওয়া গেছে এ তথ্য ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন  ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে।শনাক্তের হার  ১৬ দশমিক ৫৫।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৫৮৬ জন। নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ১১২টি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৭৪টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৯ জন।বিভাগের মধ্যে ঢাকার ১৯ জন, চট্টগ্রামের ১৪ জন, প্রত্যেক বিভাগে একজন করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ মিলে ৩ জন, খুলনার ৯ জন ও সিলেটের  ছয় জন। সরকারি হাসপাতালে ৪৩ জন, বাকি ৮ জন  বেসরকারি হাসপাতালে মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর