মন্তব্য
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুকে লিখেছেন, 'আজ ১৩.০৯.২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো । এর আগের সব কথা আসলেই গুজব ছিলো । সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।'
মাহির এটি দ্বিতীয় বিয়ে। পাত্র ব্যবসায়ী-রাজনীতিক রাকিব সরকার সাবেক ছাত্রলীগ নেতা। রাকিবের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই।