দেশে এখন পর্যন্ত আসা করোনা টিকার মধ্যে দেয়া হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা। এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। অবশিষ্ট টিকা মজুদ আছে- ৯৫ লাখ ৩৭ হাজার ৩১৯ ডোজ। এসব টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার । রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেয়া টিকার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, ফাইজারের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ কাউকে দেয়া না হলেও অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ ৪৯ হাজার ২৩২ জনকে এবং দ্বিতীয় ডোজ ২ হাজার ২১৯ জনকে, সিনোফার্মের প্রথম ডোজ দুই লাখ ৫ হাজার ৭৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ ১ লাখ ৪৫ হাজার ৭০৫ জনকে দেয়া হয়েছে। আর মডার্নার প্রথম ডোজ কাউকে দেয়া না হলেও দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮৮ হাজার ৪৭৭ জনকে। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণের হার আগের তুলনায় অনেক কমেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণ থেকে নিজেকে ও আশেপাশের জনকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে ঘরের বাইরে যথাযথভাবে মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে। দেশে করোনা রোগী শনাক্তের পর থেকেই এ পরামর্শ দিয়ে আসছে সরকারের স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।
এমকে