বেড়েছে লেনদেন, কমেছে সূচক

১৩ সেপ্টেম্বর ২০২১

আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন, তবে পয়েন্ট কমেছে তিন সূচকের সবগুলোর।কমেছে বাজার মুলধনের পরিমাণও।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৩টির,কমেছে ২৬১টির আর  অপরিবর্তিত ছিল বাকি ৩২টির। গেল সপ্তাহে  ধারাবাহিকভাবে উত্থানের পর রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিস্থিতি এমনই ছিল।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স সূচক ৫৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে সাত হাজার ২০২ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে এক হাজার ৫৭৫ দশমিক ৯৬ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৯ দশমিক শূন্য তিন পয়েন্ট কমে দুই হাজার ৬৩৮ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে।বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৮৩ হাজার কোটি টাকায়, কমেছে  দুই হাজার ৯৭৩ কোটি টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১ কোটি ৮২ লাখ টাকা,লেনদেন হয় দুই হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকা।শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র ছিল লেনদেনে।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শীর্ষে ওঠে আসে। বেক্সিমকোর কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৮০ কোটি ৯০ লাখ টাকার। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৮২ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর