মন্তব্য
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে নিখোঁজের দুই দিনের মাথায় ইমন (৯) নামের বাকপ্রতিবন্ধী এক শিশুর লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে তার স্বজনেরা। সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা লাশটি পুকুরে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিল সে।
ইমন উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের জুলেখা সড়ক সংলগ্ন পূর্ব কাশিরাম গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের ছেলে। তার বাবা পেশায় একজন দিনমজুর, তিন ছেলে দুই মেয়ের মধ্যে ইমন সবার ছোট। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লাজু মিয়া/এমকে