৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

১৩ সেপ্টেম্বর ২০২১

সারাদেশে সব সিএনজি ফিলিং স্টেশন দৈনিক বিকাল ৫টা-রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তার আগে আগামীকাল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার মন্ত্রণালয়ের সহকারি সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি তাদের জানা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর। বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ  নেয়া হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর