সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে কথা দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আশা, নিজেদের দেয়া এ প্রতিশ্রুতি রক্ষা করবে দেশটির সরকার।সোমবার রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংকালে বিষযটি জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছে বাংলাদেশের। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির দাবির প্রতিক্রিয়ায় দলটির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ভারতে সরকার পরিবর্তনের পর দেশটির দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষায় থাকার চেয়ে নতজানু নীতি আর কি হতে পারে? সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সরকারের নতজানু নীতির কারনেই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কার্যকরি কোনো পদক্ষেপ নেয়া কখনোই সম্ভব হয়নি। তাই এ হত্যাকাণ্ড বন্ধে ভারতকে বাধ্য করাতে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি সরকারের কাছে জানায় দলটি।
এমকে