প্রায় ৬৬৮ কোটি টাকা কমেছে লেনদেন

১৪ সেপ্টেম্বর ২০২১

সোমবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা। আর তিন হাজার ৪৯৮ কোটি টাকা কমেছে বাজার মূলধন।তিন সূচকের মধ্যে দুটোর পয়েন্ট বাড়লেও বাকি একটার কমেছে। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৪৩টির।

লেনদেন হয় দুই হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকা। সোমবার  শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র ছিল লেনদেনে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৯ হাজার কোটি টাকায়। ডিএসইএক্স সূচক ১৫ দশমিক ৯৬ পয়েন্ট  বেড়ে সাত হাজার ২১৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে, ডিএসইএস  সূচক দুই দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭৮ দশমিক ৮২ পয়েন্টে আর ডিএস৩০ সূচক দুই দশমিক ৯৫ পয়েন্ট কমে দুই হাজার ৬৩৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান নেয়।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে মেট্রো স্পিনিং লিমিটেড শীর্ষে ওঠে আসে। ১৪৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয় বেক্সিমকোর কোম্পানিটির। আর ৯ দশমিক ৯২ শতাংশ দর বৃদ্ধি পায় মেট্রো স্পিনিং লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর