মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেডিকেলের কলেজ হাসপাতালের (চমেক) প্রশাসনিক ভবনের সামনের নালা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নালা পরিস্কারের সময় লাশ দুটি পরিচ্ছন্নতাকর্মীদের চোখে পড়লে ঘটনা জানাজানি হয়। লাশ দুটি কোথায় থেকে কীভাবে সেখানে গেল, ঘটনার সঙ্গে কারা জড়িত- সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক আফতাব আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
দিলীপ কুমার তালুকদার/এমকে