মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণিবিতানের (নিউমার্কেট) নিচতলায় জেন্টলম্যান নামের একটি কাপড়ের শোরুমে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শোরুম মালিকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।
ক্ষতির অঙ্ক জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি পাঠানো হয়। তারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
দিলীপ কুমার তালুকদার/এমকে