দেশে সব মিলে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে গত ২৪ ঘণ্টায়- মারা গেছেন ২৭ হাজার সাত জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। পাশাপাশি সুস্থতা ফিরে পেয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন করোনা রোগী। গত বছরের মার্চে করোনা রোগী শনাক্তের পর এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় গড় দৈনিক শনাক্তের হার ১৬ দশমিক ৪৯।নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ তিন হাজার ৮৪৫টি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা গেছেন ৩৫ জন। শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৭৩৫ জন। শনাক্তের হার ছয় দশমিক ৫৪।নমুনা সংগৃহীত হয়েছে ৩২ হাজার ২১২টি,পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৭২৪টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ১৪ জন। বিভাগের মধ্যে ঢাকার ১৫ জন, চট্টগ্রামের আট জন, চার জন করে রাজশাহী ও খুলনার আট জন আর দুই জন করে বরিশাল ও সিলেটের চার জন।সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে দুই জন মারা গেছেন।
এমকে