নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়োগের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সব মিলে ৩২২ জনের নাম প্রস্তাব করা হয়েছে। নাম প্রস্তাবের নির্ধারিত সময় শেষে সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) রাতে এ নাম প্রকাশ করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে। তবে কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করা হয়নি। এর আগে সিইসিসহ অন্যান্য কমিশনার পদে ১০ জনের নাম প্রস্তাব বা সুপারিশ করতে নিবন্ধতি সব রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠায় ইসি নিয়োগে গঠিত সার্চ কমিটি। ব্যক্তিগতভাবে আবেদন বা সিভি দেওয়ার সুযোগও রাখে তারা। ১৪ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে নাম প্রস্তাবের সময় ছিল।
এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক শুরুর আগে সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে পাওয়া প্রস্তাবিত নাম যাচাই-বাছাই শেষে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখান থেকে নাম প্রকাশ করতে পারবে গণমাধ্যমও।
এদিকে সার্চ কমিটির পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ক্ষমতসীন দল আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরীকদলসহ বেশ কিছু বিশিষ্ট নাগরিক নাম প্রস্তাব করেছে বলে জানা গেছে। তবে সার্চ কমিটি গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে- এ সার্চ কমিটি নিয়ে তাদের কোনও আগ্রহ নেই, এ কমিটি অগ্রহণযোগ্য। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। তাই তারা কোনও নাম প্রস্তাব করবে না সার্চ কমিটির কাছে।
সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নামগুলো হচ্ছে- অজয় দাস গুপ্ত, সাংবাদিক; অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়া, অ্যাডভোকেট; অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকারকর্মী, অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া, প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন; অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ভিসি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি; অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক; অধ্যাপক আবদুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অধ্যাপক এ কে এম মোস্তাফা জামান, অধ্যাপক; অধ্যাপক জাকিয়া পারভীন, অধ্যাপক, ঢাবি; অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, রোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, সাবেক ডিন নৃবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ এ মামুন, পদার্থ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়, অধ্যাপক ড. গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার; অধ্যাপক ড. নাজমা শাহীন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. কামাল উদ্দীন, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মিজানুর রহমান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. রহমত উল্লাহ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিক্ষাবিদ; অধ্যাপক ড, সরকার আলী আক্কাস, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. হারুন অর রশিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য; অধ্যাপক ড: জহুরুল আলম, শিক্ষাবিদ ও গবেষক; অধ্যাপক ডা. কাজী দীন মোহম্মদ, অধ্যাপক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ; অধ্যাপক ডা: সেলিমুর রহমান, সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. সুফিয়া রহমান, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার; অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; অশোক কুমার বিশ্বাস, সাবেক সচিব; আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়; আখতারী মমতাজ, সচিব (অব.); আনিসুর রহমান, সিনিয়র সচিব (অব.); আব্দুর রশিদ, প্রাক্তন বিচারপতি; আবু আলম শহীদ খান, সাবেক সচিব; আবু বকর সিদ্দিকী, সাবেক বিচারপতি; আবুল হাশেম, আইনজীবী; উজ্জল বিকাশ দত্ত, সাবেক সচিব; এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক বিচারপতি; একেএম মনোয়ার হোসেন আখন্দ, সাবেক অতিরিক্ত সচিব; এ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট; এম হাসান ইমাম, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ; এস এম আব্দুল ওয়াহাব, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব (বীর মুক্তিযোদ্ধা); এসএম হারুন-অর-রশীদ, অবসরপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১); এয়ার কমান্ডার (অব.) ইসফাক ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক; এয়ার কমোডর শফিক এলাহী, রেজিস্ট্রার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি; কাজী গোলাম মোস্তফা, পরিচালক, কে বি এন্টারপ্রাইজ, ময়মনসিংহ; কাজী রওশন আক্তার, সাবেক সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; কাজী রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন; কাজী হাবিবুল আউয়াল, সাবেক সিনিয়র সচিব; কামরুন নাহার, সাবেক সচিব; কৃষিবিদ ইকবাল বাহার, সাবেক অতিরিক্ত আইজিপি; কৃষিবিদ এ. কে এম সাইদুল হক চৌধুরী, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ ওয়ারেস কবির, সাবেক নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; কৃষিবিদ ড. মো. আফজাল, প্রাক্তন অধ্যাপক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক উপাচার্য, চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমাল সাইন্স বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম, প্রফেসর, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ; কৃষিবিদ মীর শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি; কৃষিবিদ মো. এমদাদুল হক চৌধুরী, সাবেক প্রফেসর, কৃষি বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সাবেক সচিব, ধর্ম মন্ত্রণালয়; কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি; খান মো. আবদুল মান্নান, সাবেক দায়রা জজ; খোন্দকার মিজানুর রহমান, যুগ্ম সচিব (অব.), বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়; খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, সচিব (অব.); খন্দকার হাসান শাহরিয়ার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; গাজী মো. মহসিন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, গীতি আরা সাফিয়া চৌধুরী, চেয়ারম্যান, অ্যাড.কম; ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার, জালাল আহমেদ, অতিরিক্ত সচিব (অব.); জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া, সাবেক সেনাবাহিনী প্রধান; অপরূপ চৌধুরী, সাবেক সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; অশোক মাধব রায়, সাবেক সচিব, আব্দুল্লাহ শাহাদাত খান, আইনজীবী; আব্দুল মালেক মিয়া, সাবেক সচিব; আব্দুল মতিন, চেয়ারপারসন, এডাব; আব্দুল হালিম, আইনজীবী; আবু সাঈদ খান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক; আবদুল মালেক, সাবেক তথ্য সচিব; আবদুস সামাদ, সাবেক সিনিয়র সচিব; আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব; আশরাফ আলী, প্রবাসী; ইকরাম আহমেদ, সাবেক চেয়ারম্যান, পিএসসি; ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই; ইসরাইল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব, এ এ এম মনিরুজ্জামান, আইনজীবী, এ এইচ এম সাদিকুল হক, সাবেক চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড; এ কে এম শামসুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট; এ এফ এম ইসমাইল চৌধুরী, চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন; এ এল এম আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত সচিব; এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি, এজাজুর রসুল, আইনজীবী; এম কে রহমান, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল; এম জানিবুল হক, সাবেক অতিরিক্ত সচিব; এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার; এম এ হান্নান, প্রাক্তন রাষ্ট্রদূত, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন; এম নাজিম উদ্দিন আল-আজাদ, সাবেক মন্ত্রী; এম মোসাদ্দেক মোসেন, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিমেড ইউনিহেলথ গ্রুপ; এস এম রেজাউল করিম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; এস এম হারুন-উর-রশীদ, সাবেক মহাপরিচালক, বিটিভি; এস এম আব্দুল ওয়াহাব, যুগ্মসচিব (অব);কালাচাঁদ মন্ডল, সাবেক অতিরিক্ত সচিব; জ্যোতি বিকাশ বড়ুয়া, ফ্রি-ল্যান্স কনসালটেন্ট; জিল্লার রহমান, সাবেক সচিব; মেজর জেনারেল জামিল ডি আহসান, বীর প্রতীক পিএসসি (অব.); জেসমিন টুলি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; জহুরুল আলম, সাবেক অধ্যাপক; ড. এম শমসের আলী, শিক্ষাবিদ; ড. তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ; ড. মো. নাসির উদ্দিন; তারিক-উল-ইসলাম, অবসরপ্রাপ্ত সচিব।
এমকে