সূচকের পতন, বেড়েছে লেনদেন

১৫ সেপ্টেম্বর ২০২১

কয়েকদিন ধারাবাহিক উত্থানের পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন সূচকের সবগুলোরই পতন ঘটেছে বড় ধরনের। সঙ্গে ছয় হাজার কোটি টাকা কমেছে বাজার মূলধন। তবে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন- ৫৬ কোটি ৮৭ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির আর অপরিবর্তিত ছিল বাকি ২৪টির ।  

তথ্যানুযায়ী, ডিএসইএক্স সূচক  ৭৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে সাত হাজার ১৪০ দশমিক ৫০ পয়েন্টে, ডিএসইএস সূচক ২২ দশমিক ৬০ পয়েন্ট কমে এক হাজার ৫৫৬ দশমিক ২২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৪৬ পয়েন্ট কমে দুই হাজার ৬১১ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৩ হাজার কোটি টাকায়। লেনদেন হয় দুই হাজার ৯৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকা। মঙ্গলবার শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র ছিল লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও দর বৃদ্ধিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষে ওঠে আসে।লংকাবাংলা কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১১১ কোটি ৫৪ লাখ টাকার ।  আর ছয় দশমিক ৩০ শতাংশ দর বৃদ্ধি পায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর