প্রবাসীকল্যাণ ব্যাংকে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

১৫ সেপ্টেম্বর ২০২১

প্রবাসীকল্যাণ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার সূচী প্রকাশ করা হয়েছে। মোট ৮৬টি শূন্য আসনে এ নিয়োগ পরীক্ষা নেয়া হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিতরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর।

 

রাজধানীর ১৯টি কেদ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার মোট নম্বর ১০০। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষার হলে মুঠোফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস ও প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ সাথে নেয়ার অনুমতি দেয়া হয়নি।

 

(https://erecruitment.bb.org.bd/career/sep142021_bscs_110.pdf) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষাকেন্দ্র ও প্রার্থীদের রোল নম্বরও দেখা যাবে এ ওয়েবসাইটে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর