মেসিহীন বার্সার লজ্জার হার

১৫ সেপ্টেম্বর ২০২১

মেসিবিহীন বার্সেলোনা বায়ার্ন মিউনিখের পায়ে যেন লুটে পড়েছে। জার্মানির এই ক্লাবটির কাছে ৩টি গোল হজম করতে হয়েছে কাতালান জায়ান্টদের। তবুও আশাহত হতে না করছেন ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা।

 

পুরো খেলাজুড়ে মেসির অনুপস্থিতি লক্ষ করেছে দর্শকরা। খেলার শেষ অবদি দাপটের সাথে খেলেছে বায়ার্ন। বার্সার তারকা খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেননি। ফল স্বরূপ হজম করতে হয়েছে প্রতিপক্ষের ৩টি গোল। এমন পরাজয়ের পর পরিস্থিতি মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই বলে সাফল্যের জন্য অপেক্ষা করতে বললেন কোচ কোম্যান।

 

কোম্যান বলেন, ‘কৌশলগতভাবে এমন কিছু মুহূর্ত ছিল, যেখানে আমরা নিয়ন্ত্রণে ছিলাম। বায়ার্নের মাঝের অংশে নিজেদের কাজটা করে নিয়েছে। আপাতত আমরা এটাই। তাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে। বায়ার্ন এমন একটি দল যেখানকার খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছে এবং তাদের একটি বেঞ্চও রয়েছে। যারা দিনে দিনে উন্নত হয়েছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর