কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। পতন ঘটছে সূচকেরও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে এমন পরিস্থিতি ছিল। তবে এদিন লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে ।
ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেয় ৩৮০টি কোম্পানি। এর মধ্যে দর কমেছে ২৭২টির, বেড়েছে ৬৪টির এবং বাকিগুলোর অপপরিবর্তিত থাকে। সূচকের মধ্যে ডিএসইএক্স ২৮ দশমিক ৭৮, ডিএসইএস ৩ দশমিক ১৩ ও ডিএস-৩০ ৭ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৬০ দশমিক ৭৩, ডিএসইএস এক হাজার ৫১৯ দশমিক ৮৫ ও ডিএস-৩০ দুই হাজার ৫৯৭ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৩ কোটি ৮৬ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকা।
সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে ফরচুন শুজ লিমিটেড শীর্ষে উঠে আসে, ৭৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে তমিজ উদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেড।
অন্যদিকে সিএসইতে লেনদেন করা ৩০৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৮৭টির, বেড়েছে ৮৮টির এবং ৮১টির অপরিবর্তিত ছিল। সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩২ দশমিক ৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭০ দশমিক ৬১ পয়েন্ট কমে ২০ হাজার ৭০৫ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় ৭ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন বেড়েছে। লেনদেন হয় ৬৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫৭ কোটি ৫৬ লাখ টাকা।
এমকে