মন্তব্য
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কালো বালেনসিগা লুকে হাজির হয়েছিলেন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান।
আপাদমস্তক কালো কাপড়ে নিজের শরীর ঢেকে লাল গালিচায় একাই হেঁটেছিলেন তিনি।
পায়ে ছিল কালো উঁচু হিলের জুতা, চুল ছিল পেছনে গোছা করা বাঁধা। মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টে এভাবে ক্যামেরাবন্দি হন তিনি।