মাথাপিছু ঋণ প্রায় ২৫ হাজার টাকা

১৫ সেপ্টেম্বর ২০২১

স্থানীয় মুদ্রায় দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা। আর গত ৩০ জুন পর্যন্ত  বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার সঙ্গে এ ঋণ চুক্তির পরিমাণ ৯৫ হাজার ৯০৮ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। চলমান অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার আগে মাথাপিছু ঋণ সংক্রান্ত প্রশ্নটি করেন চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলম।অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, টেবিলে উত্থাপিত হয় প্রশ্নোত্তর।

অর্থমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে এ ঋণের স্থিতির পরিমাণ ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে  দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন। সে অনুযায়ী হিসাব করলে মাথাপিছু ২৯২ দশমিক ১১ মার্কিন ডলারে দাঁড়ায় এ ঋণের পরিমাণ । আর প্রতি ডলার বাংলাদেশি টাকায় ৮৫.২১ ধরলে এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮৯০ টাকা ৬৯ পয়সা। তার দেয়া তথ্যমতে, বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার সঙ্গে হওয়া চুক্তির ঋণের মধ্যে ৫৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার ছাড় হয়েছে। বাকিটা ছাড়ের অপেক্ষায় আছে।

এমকে


মন্তব্য
জেলার খবর