হলুদ আঠালো ফাঁদে নিরাপদ সবজি চাষ

১৫ সেপ্টেম্বর ২০২১

দীপক সরকার, বগুড়া:

আঠা মিশ্রিত হলুদ শিট বা হলুদ কালারের স্টিকি ট্র্যাপ আবাদি জমিতে দেয়া হয় টাঙিয়ে, এতে সাদা মাছি, জাব পোকাসহ শোষক জাতীয় পোকা আকৃষ্ট হয় হলুদ রঙে। আর রঙ উপভোগ করতে এলেই  এ শিট বা স্টিকি ট্র্র্যাপে আটকে প্রাণ হারায় ফসলের ক্ষতিকর এসব পোকা। স্থানীয় কৃষি বিভাগের দেখানো এ ফাঁদ ব্যবহার করে নিরাপদে ও বিষমুক্ত সবজি চাষ করছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সবজি চাষীরা।

উপজেলা কৃষি অফিস জানায়, এসব শোষক পোকার বাইরে বিভিন্ন ধরনের পোকার মথও এ ফাঁদে আটকে মারা যায়। এ ফাঁদ পোকার উপস্থিতি ও পরিমাণ বুঝতেও সমানভাবে কাজ করে। ফাঁদটি পুরোপুরি পরিবেশবান্ধব, এটা ব্যবহার করলে ফসলের জমিতে কোন কীটনাশক লাগে না। ফসলে রাসায়নিক ক্ষতির ঝুঁকি কমে যায়।

শিবগঞ্জ উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইফুর রহমান বলেন, প্রথম দিকে হলুদ ফাঁদের ব্যবহার সীমিত পরিসরে হলেও এখন কৃষকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠছে। বেশ কয়েকটি কোম্পানি  বাজারে এ ফাঁদ নিয়ে এসেছে। কোম্পানি ভেদে প্রতিটি ফাঁদের মূল্য ৪০ থেকে ৫০ টাকা। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১৫ টি হলুদ আঠালো ফাঁদ লাগালেই হয়।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর