ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

১৫ সেপ্টেম্বর ২০২১

তারিকুল ইসলাম, শেরপুর:

চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর মেয়াদী কোর্সে রূপান্তরে গঠিত কমিটি বাতিল এবং কোর্সটি আরো বিশেষায়িত ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের শেরপুর জেলা শাখা।  বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ৪টি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা ৪ দফা দাবির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, এক সময় ডিপ্লোমা কোর্স ছিল তিন বছর মেয়াদি। কিন্তু বর্তমানে এ কোর্সকে আন্তর্জাতিক মান দেয়ার জন্য চার বছর মেয়াদি করা হয়। কিন্তু শিক্ষামন্ত্রী পুনরায়  এ কোর্সকে তিন বছরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যা অযৌক্তিক।

চার দফার বাকি দাবিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ধারা উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৩৩ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের নির্দেশনা বাস্তবায়ন এবং প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যুনতম বেতন নির্ধারণসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগে ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে অর্গানোগ্রাম প্রনয়ণ করা এবং দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করে যথাসময়ে বেতন পদোন্নতি নিশ্চিতকরণ এবং প্রকল্পভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ী করা।

মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য দেন, জেলা শাখার আহবায়ক শামীম আহম্মেদ, সদস্য সচিব মোরশেদ আলম, জেলা আইডিইবি কমিটির সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমূখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর