প্রেমিকার কাছে চাঁদা দাবি, প্রেমিক আটক

১৫ সেপ্টেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় প্রেমিকার আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে প্রেমিকার কাছেই চাঁদাবাজির অভিযোগে মনির হোসেন (২৯) নামের এক প্রেমিককে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও চারটি সিম জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে ঢাকার সাভারের হেমায়েতপুর বড়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়। মনির নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
 
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ভুক্তভোগী নারী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন, তিনি তালাকপ্রাপ্তা। একই কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন মনির। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিকার কাছে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তার আপত্তিকর ভিডিও নেন। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন মনির। মান সম্মানের ভয়ে ভুক্তভোগী তাকে আট হাজার টাকা দেন বিকাশের মাধ্যমে। ফের টাকা দাবি করলে ভুক্তভোগী বাধ্য হয়ে বগুড়ার ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।

ওসি আরো বলেন, প্রথমদিকে ভুক্তভোগী মনিরকে এ ভিডিও দিতে চাননি। কিন্তু কৌশল হিসেবে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মনির। পরে তিনি আবারো ভুক্তভোগীর  সঙ্গে যোগাযোগ করেন।  বিয়ের প্রলোভন দিয়ে ভিডিওটি নেন। ওসি জানান, মনিরের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর