মন্তব্য
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম) পেটের পীড়া নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। মঙ্গলবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বিষয়টি বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী।
ইকবাল সিদ্দিকী জানান, অধ্যাপক এম. এস আরাফাতের তত্বাবধানে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় কাদের সিদ্দিকীকে। আলট্রাসনোগ্রামে তার গল-ব্লাডারে পাথর ধরা পড়েছে। বর্তমানে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এমকে