‘আমার পোশাকে হাত দিও না’

১৫ সেপ্টেম্বর ২০২১

আফগান নারীরা; তালেবানকে হুঁশিয়ার করে বলছেন, ‘আমার পোশাকে হাত দিও না’।

সোশাল মিডিয়ায় হাজির হন সবুজ রঙা এক ঐতিহ্যবাহী পোশাক পরে আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. বাহার জালালি। 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকা অধিকারকর্মী স্পোজমে মাসীদ জমকালো লেহেঙ্গা পরে মাথায় টিকলি দিয়ে নিজের ছবি পোস্ট করে আন্দোলনে সামিল হয়েছেন। 


মন্তব্য
জেলার খবর