শঙ্কিত প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীরা

১৫ সেপ্টেম্বর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

পেশীশক্তিধারীদের কারণে ভোট নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের ৯ জন প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী। তাই ভোটের দিনের পরিবেশ নির্বিঘ্ন করতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে এ ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করারও দাবি জানিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর এ ইউনিয়ন পরিষদের ভোট হবে।

শঙ্কিত মেম্বার প্রার্থীদের দাবি, র‌্যাগিং সৃষ্টির মাধ্যমে সামনে উপস্থিত থেকে ভোটারদের ভোট প্রদানে বাধ্য করবে বলে প্রচারনা চালাচ্ছে পেশীশক্তিধারীরা। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে।

ইউএনও মোঃ কবীর হোসেন বলেন, অনেকগুলো অভিযোগ পেয়েছি৷ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে, তার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব রকমের ব্যবস্থা করা হয়েছে ৷ আশা করি শান্তিপূর্ণ পরিবেশে মানুষের ভোট দিতে সমস্যা হবে না ৷

 

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর