৮০’র ৫০ শতাংশ মানুষ টিকা পাবেন চলতি বছরেই

১৬ সেপ্টেম্বর ২০২১

করোনা থেকে সুরক্ষিত রাখতে দেশের ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে আগামী ডিসেম্বরের মধ্যেই এ লক্ষমাত্রার ৫০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি উদ্যোগ নেয়া হয়েছে ১২ বছর ও তদূর্ধ্ব শিক্ষার্থীদের, সমাজ সেবা মন্ত্রণালয় প্রদত্ত সুবর্ণ কার্ডের মাধ্যমে প্রতিবন্ধী এবং অগ্রাধিকার ভিত্তিক শ্রমিকদের টিকা দেয়ার। চলমান একাদশ জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তরে পর্বে সংসদকে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রশ্নটি করেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।অধিবেশনে সভাপতিত্ব করেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রশ্নোত্তর উত্থাপতি হয় টেবিলে।

সংসদকে জানানো প্রধানমন্ত্রীর তথ্যানুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই এ টিকা দেয়া সম্ভব হবে।১২ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যেই চার কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ পাওয়া গেছে। প্রতিমাসে এক কোটি বা তার বেশি ডোজ পাওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিমাসে দুই কোটি হিসাবে অক্টোবর -ডিসেম্বর পর্যন্ত ৬ কোটি ডোজ পাওয়া যাবে, এটা সিনোফার্ম টিকা।

করোনা সফলভাবে মোকাবিলায় টিকা নেয়ার পাশাপাশি সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী। সবার সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ তিনি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর