নড়াইল প্রতিনিধি:
নড়াইলে প্রাইভাটকার ডোবার পড়ায় এক সফরসঙ্গীসহ খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইট (৫১) নিহত হয়েছেন। এ সময় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার আরেক সফরসঙ্গী। বুধবার রাত পৌনে ১১টার দিকে নড়াগাতী থানার সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিজের প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে, তলিয়ে যায় পানিতে।
বাকি হতাহতরা হলেন শওকত সরদার (৫৮) ও মাওলানা ওলিউল্লাহ (৫১)। এর মধ্যে প্রথমজন নিহত হয়েছেন। হতাহতদের বাড়ি উপজেলার শুড়িগাতি এলাকায়।
মাওলানা ওলিউল্লাহসহ নিহতদের স্বজনেরা জানান, প্রাইভেটকারটি নিজেই চালাচ্ছিলেন চেয়ারম্যান। দুর্ঘটনাকালে ওলিউল্লাহ গাড়ির জানাজা দিয়ে বের হতে পারলেও তারা বের হতে পারেননি। ওলিউল্লাহর চিৎকারে স্থানীয় লোকজন এসে দু’জনের মরদেহ উদ্ধার করেন। তারা আরো জানান, শুড়িগাতিতে নিজের বাড়ি থেকে কারটি নিয়ে বের হন চেয়ারম্যান। দুই সফরসঙ্গীকে টোনা চৌরাস্তা থেকে কারটিতে তোলেন। কিছুদুর গাড়ি চালানোর পর বাড়িতে ফিরছিলেন তারা। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়নি।
ফরহাদ খান/এমকে