প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

১৬ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ১৫টি বিভাগে মোট ২৩ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর।

 

চাকরি প্রার্থীরা বুয়েটের ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও যোগদানের তারিখ উল্লেখ করে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

 

যে পদগুলোতে আবেদন করতে পারবেন:

ছাত্রকল্যাণ পরিদপ্তর: চিফ মেডিকেল অফিসার ১ জন, বেতন স্কেল- ৫৬৫০০-৭৪৪০০ টাকা; ফিজিক্যাল ইন্সট্রাক্টর ১ জন, বেতন স্কেল- ২২০০০-৫৩০৬০ টাকা; ইমাম ১ জন, বেতন- ২২০০০-৫৩০৬০ টাকা।

 

রেজিস্ট্রার অফিস: ডেপুটি রেজিস্ট্রার ১ জন, বেতন ৪৩০০০-৬৯৮৫০ টাকা;

লিগ্যাল অ্যাডভাইজার/সহকারী রেজিস্ট্রার ১ জন, বেতন- ২৯০০০-৬৩৪১০ টাকা; ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার ১ জন, বেতন ২২০০০-৫৩০৬০ টাকা,

 

আইটিএন সেন্টার :

রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ) ১ জন, বেতন- ৪৩০০০-৬৯৮৫০ টাকা;

রিসার্চ অফিসার- ১ জন, বেতন- ২২০০০-৫৩০৬০ টাকা।

 

কেমিকৌশল বিভাগ: এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়া- ১ জন, বেতন- ২৯০০০-৬৩৪১০ টাকা।

 

গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ: এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার ১ জন, বেতন- ২৯০০০-৬৩৪১০ টাকা।

 

কেন্দ্রীয় লাইব্রেরি: প্রোগ্রামার ১ জন, বেতন- ৩৫৫০০-৬৭০১০ টাকা।

 

দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট: প্রোগ্রামার ১ জন, বেতন- ৩৫৫০০-৬৭০১০ টাকা; সহকারী প্রোগ্রামার ১ জন, বেতন- ২২০০০-৫৩০৬০ টাকা।

 

ভাইস চ্যান্সেলর অফিস: সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন) ১ জন, বেতন ২৯০০০-৬৩৪১০ টাকা।

 

পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর: সহকারী পরিচালক (পরিকল্পনা) ১ জন, বেতন- ২৯০০০-৬৩৪১০ টাকা।

 

যন্ত্রকৌশল বিভাগ: ইন্সট্রাক্টর ইন ড্রাফটিং (এমই) ১ জন, বেতন ২২০০০-৫৩০৬০ টাকা।

 

প্রকৌশল অফিস: প্রশাসনিক অফিসার ১ জন, বেতন ২২০০০-৫৩০৬০ টাকা।

 

বুয়েট-জিডপাস: সহকারী প্রোগ্রামার ১ জন, বেতন ২২০০০-৫৩০৬০ টাকা।

 

ডিএইআরএস অফিস: প্রশাসনিক অফিসার ১ জন, বেতন ২২০০০-৫৩০৬০ টাকা; সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ২ জন, বেতন ২২০০০-৫৩০৬০ টাকা।

 

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: সহকারী টেকনিক্যাল অফিসার ১ জন, বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা।

 

পানিসম্পদ কৌশল বিভাগ: সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং) ১ জন, বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা


মন্তব্য
জেলার খবর