রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল থানার অফিসার্স ইনচার্জ (ওসি)’র সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করে ইউপি নির্বাচনের প্রার্থীদের কাছে অনৈতিক দাবি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে ওসি মোঃ সামসুদ্দিন জানিয়েছেন, তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে একটি চক্র প্রতারণার চেষ্টা করছে। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি জানার পর নিজের থানায় ডায়েরিসহ তার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে তার ব্যক্তিগত পেজে এ বিষয়ে একটি সতর্কতামূলক স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলছেন তিনি।
ওসি মোঃ সামসুদ্দিন বলেন, আজ বিকাল ৩ টার পরপরই আমার সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়নের নির্বাচনের প্রার্থীদের কাছে একটি প্রতারক চক্র ফোন করে৷ এরপর যারা ফোন পেয়েছেন, তারা আমাকে বিষয়টি অবহিত করেন। এ সময় তাদেরকে প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলেছি৷ তিনি জানান, কেউ আমার সরকারি নম্বর থেকে কোনো সন্দেহজনক ফোন পেলে ফোনটি কেটে ব্যাক করে নিশ্চিত হতে পারবেন- ফোনটি আদৌ থানা থেকেই দেয়া হয়েছে কিনা৷
অমিত পাল/এমকে