মন্তব্য
রাজধানী জাকার্তায় বায়ু দূষণ রোধে ব্যবস্থা না নেওয়ায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দেয়া এই রায়ে তাদেরকে রাজধানীর বায়ু উন্নত করার পাশাপাশি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে প্রেসিডেন্টকে বাতাসের মান উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রাদেশিক সরকারকে পুরাতন গাড়ির ধোঁয়া নির্গমন পরিস্থিতি নিয়মিত বিরতিতে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।