কীভাবে দেশ চালান, জানালেন শেখ হাসিনা

১৬ সেপ্টেম্বর ২০২১

মিডিয়া কী লিখলো আর টকশোতে কী বললো- সেটা শুনে কখনো দেশ পরিচালনা করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তিনি দেশ পরিচালনা করেন তার অন্তর থেকে। দরিদ্র মানুষের জন্য কী কাজ করতে হবে, সেটা শিখেছেন তাঁর বাবা-মায়ের কাছে থেকে। আর দেশ পরিচালনায় সেটাই কাজে লাগান, মানুষ তার সুফল পাচ্ছে কী না যাচাই করেন। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিষয়টি জানান তিনি।

তার সরকারের সমালোচকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যারে দেখতে নারি তার চলন বাঁকা। যতই কাজ করি, তারপরও বলে এটা হলো না কেন? ওটা হলো না কেন? এসব না বলে আগে কী ছিল, আর এখন কী হয়েছে- সমালোচকদের সেটা দেখার পরামর্শ দেন তিনি। সমাপনী বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার দলের কঠোর সমালোচনা করেন। স্বাধীনতার ঘোষণার বিষয়টি স্পষ্ট করে জিয়াকে স্বাধীনতার ঘোষক সাজানোর গল্পটাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর