সারাবিশ্বে করোনার নতুন ধরণ ওমিক্রন দেখা দিচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দেশবাসীকে করোনা সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শীতকালে করোনার প্রাদুর্ভাবের সঙ্গে সর্দি-কাশিরও প্রকোপ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্ক ব্যবহার করবেন। খুব বেশি বড় কোনও সমাগমে যাবেন না, সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আর বড় কোনও সমাবেশও যেন না হয়, সেদিকেও লক্ষ্য রাখবেন।
রোববার (৯ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন। বক্তব্য শেষে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন শেখ হাসিনা।
ওমিক্রন থেকে বাঁচতে টিকা নেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রায় ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রেখেছে। একটি মানুষও যেন টিকার বাইরে না থাকে, সে ব্যবস্থা করেছে। কোনও ধরনের অপপ্রচার ও গায়ে সুই ফোটানোর ভয়কে উপেক্ষা করে টিকা নিতে হবে। টিকা নিলে অন্তত জীবনটা রক্ষা পাবে।
শিশুরা ওমিক্রনে বেশি সংক্রমিত হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এজন্য ১২ বছর বয়স থেকে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে তার সরকার। ইতোমধ্যে দেশে ১৩ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন বুস্টার ডোজও দেওয়া শুরু হয়েছে। দেশের মানুষ সুরক্ষিত থাকুক; সুস্থ থাকুক, সেটাই চায় তার সরকার-যোগ করেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, সমন্বিত এ ইউনিট বাস্তবায়ন হলে শুধু চিকিৎসা সেবার মানই পরিবর্তন নয়, মানুষের জীবনও রক্ষা হবে। অনেকাংশে কমবে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা। এতে সাশ্রয় হবে দেশের হাজার হাজার কোটি টাকা।
এমকে