বিশ্বনবীকে নিয়ে কটুক্তি, ক্ষোভে ফুঁসছেন মুসল্লিরা

১৬ সেপ্টেম্বর ২০২১

ভোলা প্রতিনিধি:

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে কটুক্তি করায় ক্ষোভে ফুঁসছে ভোলার মুসল্লিরা। কটুক্তিকারীর বিচার দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। বৃহস্পতিবার বিকালে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ  হয়। সমাবেশ থেকে কটুক্তিকারীকে খুঁজে বের করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় প্রশাসনকে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ই-লাহী চৌধুরী ইসলামী সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযোগ ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জরে রাসুলকে (সা.) নিয়ে এ কটুক্তি করেন ভোলা পূজা কমিটির সভাপতি ও টিভি মেকার গৌরাঙ্গ চন্দ্র দে। বুধবার রাতে ‘জয়রাম’ এবং ‘গৌরাঙ্গ’ নামের দুটি ম্যাসেঞ্জার আইডির মধ্যকার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার পর রাতেই গৌরাঙ্গ চন্দ্র দে কে নিজেদের হেফাজতে নেয় পুলিশ, পুলিশ হেফাজতেই আছেন তিনি।

অপরদিকে এ ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র দে বুধবার রাতে ভোলা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করেছেন- তার ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তিনি জানেন না।  

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে বলেন, দোষীদের খুঁজে বের করা হবে। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর