ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র কাছে থেকে জিএসপি প্লাস সুবিধা পেতে কাজ করে যাচ্ছে সরকার। কিন্তু এ সুবিধা দেয়ার বিষয়টি নির্ভর করছে ইইউ’র রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন রয়েছে- শ্রম অধিকার, কারখানার নিরাপত্তা, শিশু শ্রম ও সুশাসন বিষয়ে। একাদশ জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর উত্থাপিত হয় টেবিলে। প্রশ্নটি করেন চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ।
বাণিজ্যমন্ত্রী জানান, এসব প্রশ্নের সন্তোষজনক জবাব দেয়ার চেষ্টা করছে সরকার। এলডিসি হিসেবে বর্তমানে ইইউ থেকে ডিউটি ফ্রি-কোটা ফ্রি বাজার সুবিধা পাচ্ছে বাংলাদেশ । ২০২৯ সালের পর ইইউতে শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখতে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতের জন্য নতুন করে জিএসপি রেগুলেশন প্রণয়ন করছে ইইউ। এ রেগুলেশনের আওতায়ও জিএসপি প্লাস সুবিধা পেতে কাজ করছে সরকার।
এমকে